• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

মোখা-শঙ্কা কাটিয়ে নৌযান চলাচল শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ১২:৩৫ পিএম
মোখা-শঙ্কা কাটিয়ে নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে সতর্কসংকেত শুরু হওয়ার পর থেকেই বন্ধ থাকে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহ। এরপর মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফেরে উপকূলবাসীর। রোববার (১৪ মে) সন্ধ্যার পর ৩ নম্বর সতর্কসংকেত দেখে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ মে) সব ধরনের সংকেত নামিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। এরপর দেশের অভ্যন্তরীণ নদীপথে সব ধরনের নৌযান চলাচল আবার শুরু হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হলো।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. কবির হোসেন গণমাধ্যমকে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সব ধরনের লঞ্চ ও নৌযান চলাচল শুরু হয়েছে। নদীপথে এখনো ১ নম্বর সতর্কসংকেত রয়েছে, তবে নৌযান চলাচলে কোনো বাধা নেই।”

Link copied!