• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩, ০২:৪৭ পিএম
বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতনের দাবিতে রাজধানীর আদাবর সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে আদাবর বেড়িবাঁধ গাবতলী রোড অবরোধ করেন শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, “আদাবর থানার বেড়িবাঁধের ঢালে সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি চলতি মাসের বেতন দিতে হবে। অন্যদিকে গার্মেন্টস মালিকদের দাবি, তারা শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দিয়েছে। বলছে, এখনো এমন কোনো নির্দেশনা পায়নি যে, তাদের (শ্রমিকদের) চলতি মাসের বেতন দিতে হবে।”

শাকের মোহাম্মদ জুবায়ের আরও বলেন, “সড়ক অবরোধের কারণে বেড়িবাঁধ এলাকার দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিক এবং মালিকদের সঙ্গে আলোচনায় বসেছি বিস্তারিত পরে জানানো হবে।”

Link copied!