• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মেট্রোরেল কবে চালু হবে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৪:০৭ পিএম
মেট্রোরেল কবে চালু হবে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা
ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত

আগামী ৭ দিনের মধ্যে বন্ধ থাকা মেট্রোরেল চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা জানান।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে, সেগুলো সংস্কার হচ্ছে। যানজট নিরসনে ঢাকার প্রধান সড়কগুলোতে যেখানে-সেখানে গাড়ি থামাতে দেওয়া হবে না। শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন হবে তা নয়, সারা দেশেই উন্নয়ন করা হবে।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, “ব্যয় সংকোচন করতে হবে। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আগের মতো সিঙ্গেল সোর্স প্রকিউরমেন্ট হবে না।”

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় পৃথিবীর সর্বোচ্চ, এই অপবাদ ঘোচাতে হবে। একই ঠিকাদার সব কাজ করবে, সেটা হবে না। যারা ভালো করবে, তাদের কাজ দেওয়া হবে।”

Link copied!