• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল পুনরুদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:১৮ পিএম
সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল পুনরুদ্ধার
সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল। ছবি : সংবাদ প্রকাশ

দীর্ঘ ৫০ দিন হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর অবশেষে নিজেদের ইউটিউব চ্যানেল ফেরত পেয়েছে অনলাইন সংবাদমাধ্যম ‘সংবাদ প্রকাশ’।

টানা প্রচেষ্টার পর সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ প্রকাশের কারিগরি টিম চ্যানেলটি ফিরে পায়।

সংবাদ প্রকাশের পক্ষ থেকে জানানো হয়, কারিগরি টিমের দীর্ঘ প্রচেষ্টায় আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। এ দীর্ঘ সময় নিয়মিত কনটেন্ট প্রকাশ করতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। একইসঙ্গে দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি।

সংবাদ প্রকাশ আরও জানায়, ইতোমধ্যে চ্যানেলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা ঠেকাতে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ প্রকাশের ইউটিউব চ্যানেল হ্যাকড, সতর্ক থাকার আহ্বান
সংবাদ প্রকাশের লোগো

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথমে সংবাদ প্রকাশ ইউটিউব চ্যানেলটির সংশ্লিষ্ট জি-মেইল হ্যাক করা হয়। এরপর ওই মেইল সংশ্লিষ্ট চ্যানেলগুলো দখলে নেয় সাইবার অপরাধীরা। এতে চ্যানেলটির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

ওই ঘটনার পর হ্যাকড হওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয় এবং পাঠকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়।

২০২১ সালের ২০ জুন কাজ শুরু করা সংবাদ প্রকাশ ইউটিউব চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় ২ লাখ। চ্যানেলটিতে দেশ-বিদেশ, খেলাধুলা, বিনোদন, সাক্ষাৎকার, বিশেষ অনুষ্ঠানসহ দর্শকনন্দিত অসংখ্য ভিডিও ও লাইভ আছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!