• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ : আতিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০১:৪৬ পিএম
আট ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণ : আতিক

ঈদুল আজহার দিন পশু কোরবানি শেষে আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (১৯ জুন) সকালে রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত ডিএনসিসির স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএনসিসির ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ নামক পাইলট প্রকল্প সফল করতে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে।

অনুষ্ঠানে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “স্মার্ট বাংলাদেশ স্মার্টভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা এবার নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছি৷ আপনারা নগরবাসী যদি ঈদের প্রথম দুই দিনের কোরবানি শেষ করেন, তাহলে আমরা প্রথম দিনের বর্জ্য আট ঘণ্টার মধ্য অপসারণ করব। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে গতিশীল করার জন্য ৯ লাখ পলিব্যাগ বিতরণ করা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।
 

Link copied!