• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির আভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:১৪ পিএম
শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টির আভাস
তীব্র শীতের মধ্যে বৃষ্টির আভাস। ছবি: সংগৃহীত

সারা দেশে গত কয়েকদিনে হঠাৎ করেই বেড়েছে শীতের দাপট। উত্তরাঞ্চলের পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে আরও অনেকটা সময়। শৈত্যপ্রবাহের কারণে দুই জেলাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তবে এমন পরিস্থিতির মধ্যেই আবহাওয়ার অধিদপ্তর দিয়েছে বৃষ্টির পূর্বাভাস। রোববার (১৫ ডিসেম্বর) সকালে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই আভাস দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাবে আগামী ৭২ ঘণ্টা দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। তার আগে সোম ও মঙ্গলবার (১৬ ও ১৭ ডিসেম্বর) দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ এখন অবস্থান করছে ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায়। তাছাড়া বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। যার বাড়তি একটা অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Link copied!