• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আন্দোলন ছেড়ে নির্বাচনে আসেন : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৬:১৪ পিএম
আন্দোলন ছেড়ে নির্বাচনে আসেন : কাদের

বিএনপি নেতাদের আন্দোলন ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর তেঁজগাওয়ের সাতরাস্তা এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ৩ ঘণ্টা ঘুমান, ২১ ঘণ্টা দেশের কাজ করেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সারা রাত জেগে থাকেন। জিনিসপত্রের দাম বাড়লে প্রধানমন্ত্রীর মন খারাপ হয়। তিনি মনের কষ্টে ঘুমাতে পারেন না। মানুষের কষ্ট তাকেও কষ্ট দেয়। আমাদের এ রকম নেতা দরকার, যে মানুষের কষ্টকে নিজের কষ্ট মনে করেন। আমাদের সেই নেতা দরকার। শেখ হাসিনা আমাদের সেই নেতা।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, বিএনপি নেতাদের বলব, মানসম্মান থাকতে আন্দোলন ছেড়ে নির্বাচনে আসেন। না হলে মানসম্মান থাকবে না। বাংলাদেশের মানুষ আপনাদের মানসম্মান রাখবে না। গতবার তো পেয়েছেন সাতটা। এবার অবস্থা কী হবে আল্লাহ জানে।”

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপির ভোট আছে? ভোট করার মতো কোনো কাজ আছে? আপনারা কি দেখেন বিএনপি কি করেছে? ফখরুল এখানে এলে জিজ্ঞেস করবেন তোমাদের কাজটা কী। আওয়ামী লীগের তো কাজ আছে। শেখ হাসিনা উন্নয়ন করেছে তোমরা কী দিয়েছো আমাদের। কোন মুখে ভোট চান। খালি মুখে ভোট বাংলার মানুষ আর দেবে না।” 

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!