• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

শেখ হাসিনাকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর অভিনন্দন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৩:৫৮ পিএম
শেখ হাসিনাকে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। ফাইল ফটো

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা।

সোমবার (২২ জানুয়ারি) এক অভিনন্দনবার্তা পাঠান পেত্র ফিয়ালা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, “চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তা আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।”

শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন পেত্র ফিয়ালা। তিনি বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার দাবি করা কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।”

Link copied!