• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০২:৪১ পিএম
পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর সাতরাস্তার সড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে মগবাজার-মহাখালী, খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্প এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে শিক্ষার্থীদের সড়কে অবস্থানের তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়, সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রায় ৩০০-৪০০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী হয়ে সাতরাস্তার দিকে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

Link copied!