• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

দুই ‍বিভাগে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০২:২০ পিএম
দুই ‍বিভাগে রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস
শীতের সকাল। ছবি : সংগৃহীত

দেশের দুই বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (১ মার্চ) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য বাড়তে পারে। তবে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে। পরদিন শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

Link copied!