• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

স্ত্রীর সঙ্গে মনোমানিল্যে যুবকের আত্মহত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:৩৯ এএম
স্ত্রীর সঙ্গে মনোমানিল্যে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় দ্রুত সুব্রতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 


নিহত সুব্রত বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। হাতিরঝিল এলাকার নয়াটোলায় ভাড়া থাকতেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি করতেন বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের চাচাতো ভাই পলাশ দত্ত বলেন, ‘আমার ভাই ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি করতেন। মঙ্গলবার বিকেলের দিকে বৌদির সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে হাতিরঝিল থানা-পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর পেঁচিয়ে ঝুলে আছে আমার ভাই। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মঙ্গলবার বিকেলের দিকে অচেতন অবস্থায় ওই যুবককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!