রাজধানীর টিকাটুলীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২ জুলাই) ভোর ৫টার দিকে ভবনটিতে আগুন লেগেছিল। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সকাল সাড়ে ৭টার দিকে বলা হয়, ভোর ৫টার দিকে মামুন প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে জানায় ফায়ার সার্ভিস।