• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে নতুন মাইলফলক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ০৪:২১ পিএম
যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে নতুন মাইলফলক
ফাইল ছবি

যুক্তরাজ্যে পণ্য রপ্তানিতে ৫ বিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জনে অবদান রাখা মূল পণ্যগুলো হচ্ছে তৈরি পোষাক, হিমায়িত খাদ্য, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, চামড়া, পাটজাতপণ্য ও বাইসাইকেল।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, সম্প্রতি শেষ হওয়া, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে।

জানা যায়, গত বছরের তুলনায় এ বছর দেশটিতে বাংলাদেশের রপ্তানি বড় অংকে বেড়েছে। 

গত বছর ৪.৮ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করা হয়েছিল। আর এক দশক আগের ২.৭ বিলিয়ন ডলারের তুলনায় বর্তমানে দেশটিতে রপ্তানির পরিমাণ দ্বিগুণ বেড়ে গেছে।

জানা গেছে, রপ্তানি পণ্যের প্রায় ৮০ শতাংশই নিটওয়্যার ও তৈরি পোষাক।

অপরদিকে, আমদানির ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের মে মাস পর্যন্ত প্রথম ১১ মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৮০ মিলিয়ন ডলার। 

এই অর্থবছরের শেষ নাগাদ এ বাণিজ্য হবে প্রায় ৪৫০ মিলিয়ন ডলারের। এই ধারণা বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তার।

সামগ্রিকভাবে গত বছরের তুলনায় রেকর্ড ৬.৬৭ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে দেশের রপ্তানি খাত। গত অর্থবছরে মোট রপ্তানি ছিল ৫৫.৫৫ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপাত্ত অনুযায়ী- এই রপ্তানিতে বেশিরভাগ অবদান রেখেছে পোষাকখাত। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশের তৃতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য যুক্তরাজ্য।

 

Link copied!