• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

নতুন ঠিকানা পাচ্ছে ঢাকা জেলা আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৭:৪০ পিএম
নতুন ঠিকানা পাচ্ছে ঢাকা জেলা আ.লীগ

প্রথমবারের মতো অফিস পেতে যাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। আগামী ৩ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঢাকা জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ের উদ্বোধন করবেন দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সভা-সমাবেশে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা। অবশেষে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হচ্ছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সাংগঠনিক জেলার।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানান, তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় করে দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ জুন) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন ও দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী বলেন, “ঢাকা জেলা নতুন কার্যালয় পাচ্ছে। এতে আমরা অভিনন্দন জানাই। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগেরও কার্যালয় নাই। আশা করছি উত্তর আওয়ামী লীগও নিজস্ব ঠিকানা পাবে।”

Link copied!