• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

যেমন কাটছে কারাবন্দীদের ঈদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ১২:১৮ পিএম
যেমন কাটছে কারাবন্দীদের ঈদ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন কারাবন্দীদের জন্যও বিশেষ খাবারের আয়োজন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা গেছে, ঈদের দিন সকালে পোলাওয়ের চাল দিয়ে তৈরি পায়েস ও মুড়ি পরিবেশন করা হয়েছে কারাবন্দীদের। এরপর বন্দীরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ঈদের জামাত শেষে বন্দীদের জন্য আনা ১০টি গরু কোরবানি দেওয়া হয়। অন্য ধর্মাবলম্বীদের ৭টি খাসি কাটা হয়।

কারাগারের সাড়ে ৮ থেকে ৯ হাজার বন্দীর জন্য দুপুরে ও রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঈদের দিন দুপুরের খাবারে থাকবে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস। যারা গরুর মাংস খান না ও অন্য ধর্মাবলম্বীর রয়েছেন তাদের জন্য থাকছে খাসির মাংস। এ ছাড়া থাকছে মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারির ব্যবস্থা থাকবে।

বন্দীদের জন্য রাতে থাকবে সাদা ভাত, রুই মাছ, ডিম ভুনা ও আলুর দম।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, ঈদের দিন সকালে নাস্তা খেয়ে কারাবন্দীরা কারাগারে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। তাদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন করা হয়েছে। এছাড়া আত্মীয়দের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, মোবাইলে কথা বলা এবং বাড়ির রান্না করা খাবার সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে।

Link copied!