বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার বুকে সংক্রমণ ছাড়াও হৃদ্যন্ত্র এবং ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। রোববার (২৩ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
অধ্যাপক সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পরপরই প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং বর্তমানে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বলেন, আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার শারীরিক অবস্থা জটিলতার মধ্য দিয়েই যাচ্ছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা অগ্রগতি অনুযায়ী আরও পরীক্ষা প্রয়োজন হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতদিন তিনি হাসপাতালে থাকবেন। সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির ওপর।
মেডিকেল বোর্ডের বৈঠকে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে এবং পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ভর্তি করা হয়।





























