• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সোমবার বিকেল থেকে রাজধানীতে স্বর্ণের দোকান বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ১২:২৫ পিএম
সোমবার বিকেল থেকে রাজধানীতে স্বর্ণের দোকান বন্ধ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টার পর থেকে রাজধানী ঢাকা মহানগরীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শনিবার (১৫ জুলাই) বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. তানভীর আহমেদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই বাজুসের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে উদযাপিত হবে। সেটি সফল করতে ওই দিন বিকেল ৫টার পর রাজধানীর সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের স্বাক্ষর করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন রাত ১২টা থেকে ১৮ জুলাই রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের কিছু এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!