• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

রাজধানীতে যুবদলের মিছিল, তিনজনকে আটকের অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৩, ০৩:৩৩ পিএম
রাজধানীতে যুবদলের মিছিল, তিনজনকে আটকের অভিযোগ
পুরানা পল্টনে যুবদলের মিছিল। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানীর পুরানা পল্টনে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। ওই মিছিল থেকে তিনজনকে আটক করার অভিযোগ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরানা পল্টন এলাকা থেকে শুরু হয়ে যুবদলের কেন্দ্রীয় নেতাদের মিছিলটি বায়তুল মোকাররম এলাকায় গিয়ে শেষ হয়।

অভিযোগ করে যুবদলের যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “মিছিল থেকে যুবদলের প্রচার সম্পাদক করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান ও সদস্য শাওনকে আটক করেছে পুলিশ।”

মিছিলে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মহসীন মোল্লা, যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, জাহাঙ্গীর আলম দুলাল, জিয়াউর রহমান জিয়া, বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক মিয়া রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Link copied!