• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

এখনো চোখ খোলেননি জাফরুল্লাহ, অবস্থা সংকটাপন্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩, ০৬:৫৯ পিএম
এখনো চোখ খোলেননি জাফরুল্লাহ, অবস্থা সংকটাপন্ন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা  অপরিবর্তিত রয়েছে। বর্তমান তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর বরাত দিয়ে মিন্টু জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিস্থিতি খুবই সংকটাপন্ন। আগে চোখ খুললেও সোমবার (১০ এপ্রিল) থেকে চোখ খুলছেন না তিনি।

মিন্টু আরও বলেন, “জাফরুল্লাহ চৌধুরী কিডনি ফেইলিউর, লিভা‌রের সমস্যা, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেশার কমে গিয়েছে। গণস্বাস্থ্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত ৫ এপ্রিল ‌থে‌কে তিনি গুরুতর অসুস্থ। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!