• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

এবার গরমে তাপমাত্রা কত ডিগ্রি উঠবে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ১২:৪৬ পিএম
এবার গরমে তাপমাত্রা কত ডিগ্রি উঠবে, জানাল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

তিন মাসের মধ্যে দেশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলামের দেওয়া মার্চ থেকে মে মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী তিন মাসের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় ও তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া সাগরে ২ থেকে ৩টি লঘুচাপ থেকে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে সাড়ে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও এপ্রিল ও মে মাসে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসে সর্বোচ্চ বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। এ বিভাগে মার্চ মাসে ১১০-১৩০ মিলিমিটার, এপ্রিলে ২৮০-৩২০ মিলিমিটার এবং মে মাসে ৪৯০-৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

মার্চ থেকে মে মাসে আবহাওয়া যেমন থাকবে 

১. সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

২. বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

৩. দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

৪. দেশে ৫-৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা। মাঝারি ধরনের এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

৬. দেশে ৪-৭টি মৃদু (৩৬-৩৭.৯°সেলসিয়াস), মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) এবং ২-৪টি মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) থেকে তীব্র (৪০-৪১.৯°সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!