• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

পুননির্বাচনের দাবি নিয়ে ইসিতে যাচ্ছেন হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ১১:৪৩ এএম
পুননির্বাচনের দাবি নিয়ে ইসিতে যাচ্ছেন হিরো আলম

গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে। এ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তবে উপনির্বাচনে অনিয়ম হয়েছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে লিখিত আবেদন করতে নির্বাচন কমিশনে যাবেন তিনি। এছাড়া নির্বাচনের ফল বাতিল করে সেখানে পুননির্বাচনের দাবি জানাবেন হিরো আলম।

পুনর্নির্বাচনের দাবির বিষয়ে হিরো আলম বলেন, “ভোট সুষ্ঠু হয়নি। আমি তো আর এমনি অভিযোগ করছি না। নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক। সেই তদন্ত রিপোর্ট জনগণকে দেখাক যে তারা কতটা সুষ্ঠু ভোট করেছে।”

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। তবে বিকেলে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটে। এছাড়া তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন হিরো আলম। 
 

Link copied!