অধ্যাদেশ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা সরকারি চাকরিজীবীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৮:৩১ এএম
অধ্যাদেশ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতির ঘোষণা সরকারি চাকরিজীবীদের
ছবি: সংগৃহীত

মঙ্গলবারের মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিল না হলে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার সংগঠনটির পক্ষে এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার এ দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১১টার দিকে সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয়।

অধ্যাদেশটি বাতিল করা না হলে সচিবালয় থেকে সারা দেশের কর্মচারীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে জানিয়ে নেতারা জানান, এই অধ্যাদেশ বাতিল করা না হলে মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। সারা দেশে কর্মবিরতি পালন করা হবে।


এর আগে রোববার সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এতে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ শাস্তি, বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়।

আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তাঁরা বলেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

Link copied!