• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০৬:৪৮ পিএম
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন আক্রান্ত হয়েছেন আরও ৪১৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৫ জনে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ১৭ হাজার ৬৪৫ জনে।

সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত ৪১৩ জনের মধ্যে ঢাকা সিটিতে ১৮৩ জন এবং ঢাকার বাইরে ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার তিনজন এবং ঢাকার বাইরের একজন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ১০১ জন, আর ঢাকার বাইরের দুই লাখ ৮ হাজার ৫৫৪ জন।

একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিন লাখ ১৩ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৬ হাজার ৩৮৩ জন।

Link copied!