• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

নিপা ভাইরাসে পাঁচজনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৬:৫৮ পিএম
নিপা ভাইরাসে পাঁচজনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “আমাদের কাছে তথ্য এসেছে এ পর্যন্ত আটজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে পাঁচজন মারা গেছেন।”

রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, “সাধারণত খেজুরের রস খেলে এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়ে থাকে। আমরা এই ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা টিভিসি তৈরি করেছি এবং  সংক্রমণ ব্যধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দিচ্ছি।”

এই ভাইরাসের কোনো ওষুধ নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের সজাগ থাকতে হবে নিপা ভাইরাস যাতে দেশে ছড়িয়ে না পড়ে। এজন্য আমাদের সতর্ক হওয়াটা খুবই জরুরি।”

জাহিদ মালেক আরও বলেন, “গত বছরের চেয়ে এবার নিপা ভাইরাসের সংক্রমণ বেশি। তবে সংক্রমণ কেনো বেড়েছে, তা বলা মুশকিল। হয়তো এবার খেজুরের রসের উৎপাদন বেড়েছে, গাছের সংখ্যা বেড়েছে, সেজন্য এটা বেশি হচ্ছে। তবে ভাইরাসটি যাতে দেশে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।” 

Link copied!