• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

রাতে মার্কেটগুলোতে নিজস্ব লোক নেওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০২:৫৯ পিএম
রাতে মার্কেটগুলোতে নিজস্ব লোক নেওয়ার পরামর্শ ফায়ার সার্ভিসের

রাতে শপিং মল ও মার্কেটগুলোতে নিজস্ব লোক মোতায়েন করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।  

রোববার (১৬ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফায়ারের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইন্টেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, “মার্কেটের ব্যবসায়ী ও মালিক সমিতিকে আমরা বলতে চাই, আপনারা মার্কেটের বিভিন্ন পয়েন্টে সারারাত নিজস্ব লোক নিয়োগ দিন। এতে করে যে শুধু নাশকতা রোধ করা যাবে তা নয়, বর্তমানে দেশের তাপমাত্রা বেশি। যদি অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্কেটের কোনো দাহ্য পদার্থে আগুন লাগে তারা প্রাথমিকভাবে নেভাতে পারবেন।”

এছাড়া দেশের মার্কেটগুলোতে রাতে যারা থাকবেন তাদের ধূমপান ও রান্না না করার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!