• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০৩:৪১ পিএম
ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ
ছবি : সংগৃহীত

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ‘সারাবাংলা-৮৮ ফাউন্ডেশন’। ফাউন্ডেশনটির পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে রাজধানীর বিভিন্ন জায়গায় মশারি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (৩ ও ৪ অক্টোবর) কর্মসূচির মাধ্যমে মশারি বিতরণ করা হয়।

এর আগে ফাউন্ডেশনটির সদস্যরা রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, কেরানীগঞ্জ, সাভার, চট্টগ্রাম, জামালপুর, নারায়নগঞ্জের কিছু বস্তি এবং কয়েকটি হাসপাতালে দরিদ্রদের মাঝে প্রায় ৫০০টি মশারি বিতরণ করা হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, ‘সারাবাংলা ৮৮ সুখে-দুঃখে পাশাপাশি’-এই স্লোগানকে সামনে রেখে জনহিতকর কার্যক্রম নিয়ে এগিয়ে চলছে সংগঠনটি। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো বন্ধুত্ব এবং মানবতা, একে অপরকে সহযোগিতা করা এবং সমাজের পিছিয়ে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানো, খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা, সেলাই মেশিন বিতরণ, শিক্ষাবৃত্তি, রিকশা বিতরণ, বৃক্ষরোপণসহ নানাবিধ মানবিক ও সামাজিক কাজ করা।

Link copied!