প্রবাসী আয়ের (রেমিট্যান্স) শীর্ষে রয়েছে ঢাকা জেলা। দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম জেলা। অবশ্য দেশের আটটি বিভাগের মধ্যে চট্টগ্রামের ছয় জেলাই প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় রয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য বলছে এসব কথা।
চট্টগ্রাম বিভাগের মোট ১১টি জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে। এছাড়া শীর্ষ দশে আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়।
সেখানে দেখা গেছে, গত দুই মাস (জুলাই-আগস্ট) প্রবাসীরা দেশে ৪৮৯ কোটি ৯৮ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছেন। এর মধ্যে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে ২৭৭ কোটি ৮৭ লাখ ডলার। যা শীর্ষ স্থানে উঠে এসেছে। এই বিভাগের মোট ১৩টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। গত দুই মাসে ঢাকা জেলায় প্রবাসী আয় এসেছে ২০৯ কোটি ২৬ লাখ ডলার। শীর্ষ দশের তালিকার নবমে রয়েছে টাঙ্গাইল ও দশমে নারায়ণগঞ্জ। এর মধ্যে টাঙ্গাইলে প্রবাসী আয় এসেছে আট কোটি ৫০ লাখ ডলার এবং নারায়ণগঞ্জে আট কোটি ডলার।
অন্যান্য বিভাগের মধ্যে গত দুই মাসে চট্টগ্রাম বিভাগে এসেছে ১১৬ কোটি ৯২ লাখ ডলার, সিলেটের ৩৭ কোটি ডলার, খুলনায় ১৮ কোটি ৮৩ লাখ ডলার, রাজশাহীতে ১৪ কোটি ৪০ লাখ ডলার, বরিশালে ১১ কোটি দুই লাখ ডলার, ময়মনসিংহে আট কোটি চার লাখ ডলার এবং রংপুরে পাঁচ কোটি ৮৯ লাখ ডলার। রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রবাসী আয় এসেছে ২২ লাখ ডলার। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বনিম্ন।
অপরদিক গত দুই মাসে প্রবাসী আয়ের শীর্ষ দশের তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের ছয় জেলা। গত দুই মাসে একই বিভাগের চট্টগ্রাম জেলায় প্রবাসী আয় এসেছে ৩৩ কোটি ৫২ লাখ ডলার। এছাড়া কুমিল্লা জেলায় ২৩ কোটি ৭০ লাখ ডলার, নোয়াখালীতে ১৪ কোটি দুই লাখ ডলার, ফেনীতে ১২ কোটি ৩৬ লাখ ডলার, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি ১৩ লাখ ডলার এবং চাঁদপুরে ১০ কোটি ৬৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সে হিসেবে, চট্টগ্রাম বিভাগে কুমিল্লা দ্বিতীয় এবং দেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছে। এরপর নোয়াখালী পঞ্চম, ফেনী ষষ্ঠ, ব্রাহ্মণবাড়িয়া সপ্তম ও অষ্টম অবস্থানে আছে চাঁদপুর। একই বিভাগের রাঙামাটি জেলায় প্রবাসী আয় এসেছে ২৮ লাখ ডলার। যা এই বিভাগের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এই জেলা। শীর্ষ দশের তালিকায় সিলেট বিভাগে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে ১৯ কোটি ২০ লাখ ডলার। যা দেশের মধ্যে শীর্ষ চতুর্থ অবস্থানে আছে।