• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৮:১৬ পিএম
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের আগের রাতে রাজধানীর ফার্মগেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে ২টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাবুল টাওয়ারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা বাবুল টাওয়ার কিংবা ফার্মগেটের ফুটওভার ব্রিজ অথবা অন্য কোনো ভবন থেকে নিক্ষেপ করে রাস্তায় ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আমরা তদন্ত করছি।”

Link copied!