• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৮:৪৫ পিএম
বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া কাপড় কিনছে বিদ্যানন্দ

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কেনার সিদ্ধান্ত নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ।

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।

পুড়ে যাওয়া কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “পোড়া কাপড় কিনছে বিদ্যানন্দ! আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে!”

পোস্টে আরও লিখেছে, “বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরণের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই।”

এর আগে সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। সকাল ৬টা ১০ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। এর পর সংস্থাটির ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি দল প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভস্মীভূত হয়। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুনে।

Link copied!