• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৮:৩১ এএম
যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বাসে আগুন

রাজধানীতে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে পৌনে দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে ও ধানমন্ডিতে মিরপুর সড়কে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে আজ রোববার সারা দেশে দুই দিনের হরতাল শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের হিসাবে, গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে আজ রোববার সকাল নয়টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ১১টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই সময়ের মধ্যে রাজধানী ঢাকায় পাঁচটি, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দুটি ও ময়মনসিংহ বিভাগে একটি যানবাহনে আগুন দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!