• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

কেন ৭৪ দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ১০:৫৮ এএম
কেন ৭৪ দিন পর খুলল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ছবি : সংগৃহীত

টানা ৭৪ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বুধবার বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তাই সাংগঠনিক কার্যক্রম শুরু এবং নেতাকর্মীদের কার্যালয়মুখী করার সিদ্বান্ত নিয়েছে দলটি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিবসগুলোতেও কার্যালয় খোলা হয়নি।

Link copied!