বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে পিটার হাসের আমন্ত্রণে গুলশানে তার বাসায় যান তারা। সেখানে অন্তত ঘণ্টাখানেক অবস্থান করেন তারা।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার জানান, বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।









-20251225102258.jpg)




















