• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ১১:০৫ এএম
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল সহকারে নয়াপল্টনে দিকে আসছেন নেতাকর্মীরা।

সমাবেশস্থলে বুধবার (১৮ অক্টোবর) ভোরেই মঞ্চ নির্মাণ করা হয়। তখন থেকেই দলীয় কার্যালয়ের দিকে আসা শুরু করে নেতাকর্মীরা। বিএনপির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, যুগপৎ আন্দোলনের  অংশ হিসেবে ঢাকায় এ গণসমাবেশ করছে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!