• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

গণতন্ত্রের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি-জামায়াত : নাছিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৪:৩৪ পিএম
গণতন্ত্রের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি-জামায়াত : নাছিম
আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ফাইল ফটো

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, “গণতন্ত্রের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত বিএনপি-জামায়াত। তাদের প্রতিহত করতে হবে। আন্দোলন সংগ্রাম ছাড়াও মানুষের জন্য রাজনীতি করে আওয়ামী লীগ।”

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শাহবাগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, “করোনা মহামারি ছাড়াও সব দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে আওয়ামী লীগ। জনগণের কাছে জবাবদিহিতা আছে বলেই রাজনৈতিক দল হিসেবে দেশের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয়।”

বিএনপির সমালোচনা করে নাছিম বলেন, “গণতন্ত্রের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে দলটি। তাদের থেকে জনগণকে রক্ষা করতে হবে। যারা আন্দোলনের নামে দুর্দশা সৃষ্টি করে, তাদের প্রতিহত করতে হবে।”

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, “বিএনপি-জামায়াতের সন্ত্রাস থেকে ছাত্র, শিক্ষক, দিনমজুর কেউ রক্ষা পায়নি। তারা অসাম্প্রদায়িক রাজনীতির জনক। এসব অশুভ শক্তিকে মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়াই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।”

Link copied!