• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৮:৩৮ পিএম
ভারতের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণের ঘটনায় কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়ানোর যে প্রচেষ্টা চালিয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। লালকেল্লার ঘটনায় বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। অস্ত্র কেনার ক্ষেত্রে কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। তার ভাষায়, “চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারও দিকে ঝুঁকিনি। আমাদের নীতি হলো ব্যালান্সড রিলেশনশিপ—সব দেশের সঙ্গেই আমরা ভারসাম্য বজায় রাখি।”

শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে। রায় নিয়ে জাতিসংঘ কোনো মন্তব্য করলে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

উল্লেখ্য, সোমবার ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। এ ঘটনার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে, যা নিয়ে কূটনৈতিক মহলে সমালোচনা দেখা দিয়েছে।

Link copied!