• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা, যে হুঁশিয়ারি দিলেন হাসনাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৮:৪৭ পিএম
কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলা, যে হুঁশিয়ারি দিলেন হাসনাত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদলে নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুয়েট ক্যাম্পাসে হামলার ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে হাসনাত লেখেন, “যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।”

হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট কাদের উদ্দেশে দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দেশে তিনি এ পোস্ট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কেননা, আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তন্ত ৩০ জন আহত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। তবে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।

Link copied!