• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বুধবার বাংলাদেশের যেসব অঞ্চলে ঈদ উদযাপিত হবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪, ০৩:০১ পিএম
বুধবার বাংলাদেশের যেসব অঞ্চলে ঈদ উদযাপিত হবে
ঈদের নামাজ। ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ উপলক্ষে ইতোমধ্যে ওইসব গ্রামের মুসল্লিরা নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম ও আশপাশের জেলার শতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের নিয়ম অনুসারে ঈদের নামাজ আদায় করবেন।

ভোলা : চট্রগামের মতো ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বুধবার।

ফতুল্লা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বেশকিছু অঞ্চলের লোকজন।

সরিষাবাড়ী : চট্টগ্রাম, ভোলা, ফতুল্লার মতো জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়বেন।

বরগুনা : সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১১ গ্রামে ঈদ উদযাপিত হবে।

শরীয়তপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের চার উপজেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ (সুরেশ্বর পীরের অনুসারী) বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

মোংলা : পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা।

পিরোজপুর : পিরোজপুরে ১০ গ্রামের হাজারের বেশি পরিবার ঈদ উদযাপন করবেন বুধবার।  

ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩টি গ্রামের বাসিন্দা ঈদুল ফিতর উদযাপন করবেন বুধবার।  

দিনাজপুর : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েকটি উপজেলার কয়েকটি গ্রামে বুধবার ঈদ উদযাপন করা হবে।

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ৬টি গ্রামের শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বুধবার।  

ঝিনাইদহ : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিনাকুন্ডুতে বুধবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর : একইভাবে লক্ষ্মীপুরের ৫ এলাকায় বুধবার ঈদুল ফিতর উদযাপন হবে।  

চাঁদপুর : মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হবে বুধবার।

Link copied!