• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪, ০৮:২৬ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩২
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে অনেকের মৃত্যুও হচ্ছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩২ জন।

রোববার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, চলতি জানুয়ারির ২১ দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা বেড়ে ৮৫৩ হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৪৯ জন এবং দেশের অন্যান্য হাসপাতালে ৯৯ জন ভর্তি রয়েছেন। আক্রান্ত মোট রোগীদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন ৬৯১ জন।

চলতি বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।

গত বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত রোগীর মোট সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

Link copied!