• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অস্কারে স্বীকৃতি পাচ্ছেন টম ক্রুজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৩:৩২ পিএম
অস্কারে স্বীকৃতি পাচ্ছেন টম ক্রুজ
অভিনেতা টম ক্রুজ। ছবি: সংগৃহীত

হলিউড স্টার টম ক্রুজ অস্কারের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাচ্ছেন। ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরসের ভোটে এবার তার সঙ্গে সম্মানজনক অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডেবি অ্যালেন, উইন থমাস।

এছাড়া জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্ববন্দিত সংগীতশিল্পী ও মানবতাবাদী ডলি পার্টন।

চলচ্চিত্রে এক যুগান্তকারী ক্যারিয়ার গড়া টম ক্রুজ ‘বর্ন অন দ্য ফোর্থ জুলাই’, ‘জেরি ম্যাগুইরে’ এবং ‘ম্যাগনোলিয়া’ ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ‘টপ গান : ম্যাভেরিক’ ছবিতে প্রযোজক হিসেবেও মনোনয়ন পেয়েছেন। তবে কখনো বিজয়ীর মঞ্চে ওঠা হয়নি তার। এবার অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেই ডলবি বলরুমে আয়োজিত ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সুপারস্টারকে সম্মাননা প্রদান করা হবে।

Link copied!