• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

তিন পৌর ভোটের তফসিল ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৮:২১ পিএম
তিন পৌর ভোটের তফসিল ঘোষণা

টাঙ্গাইল জেলার বাসাইল, নারায়ণগঞ্জের গোপালদী ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, টাঙ্গাইল জেলার বাসাইল, নারায়ণগঞ্জের গোপালদী ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে, মনোনয়নপত্র বাছাই ২৫ মে, প্রার্থিতা প্রত্যাহার ১ জুন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ২১ জুন ভোটগ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বাসাইল ও তালোড়া পৌরসভায় সিনিয়র জেলা সিনিয়র কর্মকর্তাকে এবং গোপালদী পৌরসভায় জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। আর আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তাদের।

Link copied!