• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চতুর্থ দফার অবরোধেও বাস চালানোর ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৬:৩১ পিএম
চতুর্থ দফার অবরোধেও বাস চালানোর ঘোষণা

চতুর্থ দফায় অবরোধের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত। রোববার (১২ নভেম্বর) থেকে ঢাকাসহ সারা দেশে এই কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা। এদিকে অবরোধের মধ্যেও বাস-মিনিবাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এনায়েত উল্যাহ বলেন, “রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ করছে।“

জনবিরোধী এ হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অবরোধে গাড়ি চলাচলে যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এনায়েত উল্যাহ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!