• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৬:১৩ পিএম
জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী
সভায় ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশমন্ত্রী মো.শাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত

জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রকৃতপক্ষেই দেশের পরিবেশের মানের উন্নত হয়।”

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। মৌলভীবাজারের বড়লেখা থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশমন্ত্রী।

শাহাব উদ্দিন বলেন, “দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ ও নদীর চর নিয়ে সরকারের উদ্যোগকে সফল করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে গুরুত্বের সঙ্গে।”

শাহাব উদ্দিন আরও বলেন, “দেশের উন্নয়নে সময়োপযোগী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই। সুন্দরবনসহ অন্যান্য বন ও বন্যপ্রাণীর সুরক্ষার কাজ অব্যাহত রাখতে হবে।”

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!