• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৬:১৩ পিএম
জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে : পরিবেশমন্ত্রী
সভায় ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশমন্ত্রী মো.শাহাব উদ্দিন। ছবি : সংগৃহীত

জনগণের কল্যাণে সব প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে প্রকৃতপক্ষেই দেশের পরিবেশের মানের উন্নত হয়।”

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়। মৌলভীবাজারের বড়লেখা থেকে এতে ভার্চুয়ালি যুক্ত হন পরিবেশমন্ত্রী।

শাহাব উদ্দিন বলেন, “দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় ছোট দ্বীপ ও নদীর চর নিয়ে সরকারের উদ্যোগকে সফল করতে হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে গুরুত্বের সঙ্গে।”

শাহাব উদ্দিন আরও বলেন, “দেশের উন্নয়নে সময়োপযোগী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিকল্প নেই। সুন্দরবনসহ অন্যান্য বন ও বন্যপ্রাণীর সুরক্ষার কাজ অব্যাহত রাখতে হবে।”

সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!