• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা চলছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩, ০৭:৪৫ পিএম
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা চলছে

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে বৈঠকটি শুরু হয়।  

জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের জন্য ৯টি এজেন্ডা ঠিক করা হয়েছে।

এজেন্ডাগুলো হলো, শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা দিবস (৩ নভেম্বর), নূর হোসেন দিবস (১০ নভেম্বর), ডা. মিলন দিবস (২৭ নভেম্বর), সমসাময়িক বিষয় (জাতীয় ও আন্তর্জাতিক), সাংগঠনিক বিষয় ও বিবিধ।

এ ছাড়া বৈঠকে একগুচ্ছ নির্বাচনী দিক-নির্দেশনা দিতে পারেন দলীয়প্রধান শেখ হাসিনা। নির্বাচন নিয়ে দেশ-বিদেশে চলমান রাজনৈতিক ইস্যু, বিরোধী দলগুলোর লাগাতার আন্দোলন মোকাবিলায় করণীয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে। এ বৈঠক থেকেই নির্ধারণ হবে নির্বাচনী কৌশল।

সভায় পূর্ব ঘোষণা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই গণভবনে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।

Link copied!