অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় দফায় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সাবেক সচিব ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ড. মুহাম্মদ ফাওজুল কবির খান সন্দ্বীপের হরিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর। ড. ফাওজুল কবির ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৭৯ ব্যাচের এই কর্মকর্তা ২০০৭ থেকে ২০০৯ সাল অবধি সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।
ফাওজুল কবির সরকারি চাকরি থেকে লিয়েনে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিকস ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন। ১৯৯৮ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইডকল-এর প্রতিষ্ঠাতা সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে সোলার হোম সিস্টেম সফলভাবে পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন।
ফাওজুল কবির খান থিঙ্ক ট্যাঙ্ক কিস্টোন কানসাল্টিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, ইউএনডিপি, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। ২০০৯ সালে ফাওজুল কবির সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরদিন থেকে ২০১৪ সাল পর্যন্ত নর্থ-সাউথ ইউনিভার্সিটিতি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করেন।