• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ডা. জাফরুল্লাহর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ১২:১০ পিএম
ডা. জাফরুল্লাহর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রদ্ধা জানানো শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় তার কফিন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে প্যান্ডেল টানিয়ে কালো কাপড় দিয়ে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। জাতীয় পতাকা হাতে বীর মুক্তিযোদ্ধারা সেই মঞ্চে জাফরুল্লাহ চৌধুরীর কফিন নিয়ে আসেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তারা লাইন ধরে একে একে মরদেহের কাছে যাচ্ছেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও।

বেলা একটা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বস্তরের মানুষ। এরপর তার মরদেহ নেওয়া হবে সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা আড়াইটার দিকে সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কফিনের পাশে রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক, ছেলে বারিশ চৌধুরী, কন্যা বৃষ্টি চৌধুরী, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাদেক আহমেদ খানসহ অনেকে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ।

Link copied!