বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা এগারো দফার অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডির কেয়ারি প্লাজার সামনে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম বলেন, “সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডিতে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই। পরে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
এদিকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে বাংলামোটর মোড় ও যাত্রাবাড়ী থানার কাজলা ওভার ব্রিজের নিচে দুটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে এবং সকাল ৯টা ৫৮ মিনিটে পাতাল মার্কেট সংলগ্ন সড়কে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন বুধবার, যা শেষ হবে সন্ধ্যা ৬টায়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























