• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

একা থাকি বলে কি আমাকে এভাবে হেনস্তা করতে হবে, প্রশ্ন শ্রীলেখার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৪:০৫ পিএম
একা থাকি বলে কি আমাকে এভাবে হেনস্তা করতে হবে, প্রশ্ন শ্রীলেখার

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও আলোচনায়—তবে এবার সিনেমা নয়, নিজের বাড়িতে ঘটে যাওয়া এক অস্বস্তিকর ঘটনার কারণে। অভিযোগ, টালিগঞ্জের বহুতল আবাসনে বসবাসরত এই অভিনেত্রী সম্প্রতি হেনস্তা ও হুমকির মুখে পড়েছেন।

শ্রীলেখার দাবি, কয়েক দিন আগে আবাসনের নিচতলায় বাজি বিক্রির খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর থেকেই তার সঙ্গে আচরণ বদলে যায় ফ্যাসিলিটি ম্যানেজার ও কিছু কর্মীর।

অভিনেত্রীর অভিযোগ, “আমি নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ দিই, তবুও আমার বাড়ির আবর্জনা আর তুলছে না পরিচ্ছন্নতাকর্মীরা। এমনকি আবাসনের সাধারণ জায়গায় ফেলা আমার বাড়ির ময়লাও সেখানে ফেলে রাখা হচ্ছে—যেন ইচ্ছে করেই হয়রানি করা হচ্ছে।”

এমন পরিস্থিতিতে শ্রীলেখা নিজের নিরাপত্তার জন্য ফ্ল্যাটের বাইরে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন। কিন্তু ক্যামেরা বসানোর পরই নতুন ঝামেলা শুরু হয়। তার কথায়, “ফ্যাসিলিটি ম্যানেজার সাফ জানিয়ে দিলেন, আমাকে আর কোনো নিরাপত্তা দেওয়া হবে না। এমনকি পুলিশ ডাকার পর তিনি হুমকি দিয়েছিলেন—আমার জন্য তাদের চাকরি চলে যাবে।”

এ ঘটনায় অভিনেত্রী ইতিমধ্যে পুলিশ ও সিটি করপোরেশনে অভিযোগ জানিয়েছেন এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন।

“আমি কোনো ঝামেলা চাই না, শুধু নিরাপদে থাকতে চাই,” বলেন শ্রীলেখা। “একজন নারী একা থাকে বলে কি তাকে এভাবে হেনস্তা করতে হবে? আমি এখন নিজের ফ্ল্যাটেই নিরাপত্তাহীন বোধ করছি।”

জানা গেছে, অভিনেত্রীর মেয়ে বর্তমানে পড়াশোনার জন্য শহরের বাইরে অবস্থান করছেন। তাই শ্রীলেখা টালিগঞ্জের ওই ফ্ল্যাটে একা থাকেন তার পোষ্যদের সঙ্গে। সাম্প্রতিক ঘটনাগুলোর পর থেকে তিনি মানসিকভাবে ভীষণ চাপে রয়েছেন।

Link copied!