বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা এগারো দফার অবরোধের প্রথম দিন প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে রাজধানীর গুলিস্তানে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে এবং সকাল ৯টা ৫৮ মিনিটে পাতাল মার্কেট সংলগ্ন সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্সের সামনে বাসে আগুন দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে একই এলাকার পাতাল মার্কেট সংলগ্ন সড়কে আরও একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
গত ১০ ডিসেম্বর বিকেলে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এগারো দফায় ৩৬ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার ভোর ৬টায় শুরু হওয়া এ কর্মসূচি চলবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত। রেল, সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া অবরোধের আওতামুক্ত থাকবে গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























