• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

২৪ ঘণ্টায় সারাদেশে ৫ অগ্নিসংযোগের ঘটনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০১:৪৯ পিএম
২৪ ঘণ্টায় সারাদেশে ৫ অগ্নিসংযোগের ঘটনা
দুবৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস। ফাইল ছবি

বিএনপির ডাকা অষ্টম ধাপের অবরোধ কর্মসূচি শুরুর আগে রাজধানীসহ সারাদেশে ৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬ পর্যন্ত সারাদেশে ৫টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ৩টি যাত্রীবাহী বাস ও ২টি ট্রাক পুড়েছে। দুর্বৃত্তরা এসব যানবাহনে অগ্নিসংযোগ করেছে।

আরও বলা হয়, এসব অগ্নিসংযোগের মধ্যে যাত্রীবাহী বাস পুড়েছে, ঢাকার মহানগরের ধোলাইপাড়ে একটি, বাগেরহাট জেলার রামপাল এলাকায় একটি এবং ঢাকা গাজীপুরের সালনায় একটি। এছাড়াও ২টি ট্রাক পুড়েছে গাজীপুরের ধীরাশ্রম রোডে একটি এবং সিরাজগঞ্জের কামারখন্দ হাটিকামরুল এলাকায় একটি। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

Link copied!