• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তেজগাঁওয়ে প্রাইভেটকার থেকে ২ মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৭, ২০২৩, ০২:৩৮ পিএম
তেজগাঁওয়ে প্রাইভেটকার থেকে ২ মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়ি স্টাফ কোয়ার্টাস এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুজনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) দুপুরে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাইভেটকার থেকে দেলোয়ার হোসেন মোল্লা (৫৩) ও মৌসুমী আক্তার রানী (৪১) নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদনে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Link copied!